Job Description

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
জালালপুর কলেজ (স্নাতক অধিভুক্ত), ডাক: জালালপুর, উপজেলা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট।
পদের নাম
সংখ্যা
পদের ধরন
বিষয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
অধ্যক্ষ
০১
শূন্য পদ
প্রযোজ্য নয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগবিধি মোতাবেক এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
০১
সৃষ্টপদ
প্রযোজ্য নয়
এইচএসসি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
ল্যাব সহকারী
০১
সৃষ্টপদ
পদার্থ বিজ্ঞান
বিজ্ঞান বিভাগে এসএসসি/ সমমান ২য় বিভাগ। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
ল্যাব সহকারী
০১
সৃষ্টপদ
রসায়ন বিজ্ঞান
বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
ল্যাব সহকারী
০১
সৃষ্টপদ
জীব বিজ্ঞান
বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ২য় বিভাগ। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
অফিস সহায়ক
০১
শূন্য পদ
প্রযোজ্য নয়
জেএসসি/সমমান। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
আয়া
০১
শূন্য পদ
প্রযোজ্য নয়
জেএসসি/সমমান। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে পূবালী ব্যাংক জালালপুর শাখার অনুকূলে অধ্যক্ষ পদের জন্য ১০০০/-, কম্পিউটার অপারেটর পদের জন্য ৫০০/-, অন্যান্য পদের জন্য ৩০০/- টাকার পে-অর্ডার (অফেরত যোগ্য), সকল সনদের সত্যায়িত অনুলিপি, দুইকপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবরে আবেদনপত্র হাতে হাতে অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। (পূর্বের আবেদনকারীদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই)।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। মোবা: ০১৭১৬-৩৯৩৫০৭
সিডা-১০৬১