Job Description
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
গনিপুর উচ্চ বিদ্যালয়, ডাকঃ গনিপুর, ছাতক, সুনামগঞ্জ এ সহকারী শিক্ষক (ইংরেজি) ও সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে একজন করে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য আহ্বান করা হল। (আইসিটি বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।
শিক্ষাগত যোগ্যতা
১ম পদের জন্য ইংরেজি বিষয়ে স্নাতক সম্মান/স্নাতকোত্তর। ২য় পদের জন্য রসায়ন/পদার্থ বিষয়ে স্নাতক সম্মান/স্নাতকোত্তর অথবা (গণিত, পদার্থ, রসায়ন) সহ স্নাতক পাস। (শিক্ষাজীবনে ৩য় বিভাগ বা সমমান গ্রহণ যোগ্য নয়)।
বেতন
নির্ধারিত ১৩০০০/-
সংযুক্তি
উভয় পদের জন্য আবেদনকারীকে দুই কপি ছবি, এনআইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে।
সিডা-৯০১
যোগাযোগের ঠিকানাঃ
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোবাইল-০১৭২৯৫৮২৫৭৩