Job Description
🏛 নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
প্রকাশক প্রতিষ্ঠান: জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার
ওয়েবসাইট: www.moulvibazar.gov.bd
অনলাইন আবেদন লিংক: https://dcmbr.teletalk.com.bd
প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৫
আবেদন শুরুর তারিখ: ৩০ অক্টোবর ২০২৫ সকাল ৯:০০ টা
আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা
💼 শূন্য পদসমূহ
| ক্র. | পদের নাম | গ্রেড ও বেতন স্কেল | পদসংখ্যা | যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) | ০২ | এইচএসসি বা সমমান উত্তীর্ণ, কম্পিউটার দক্ষতা, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ |
| ২ | নাজির কাম-ক্যাশিয়ার | গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) | ০২ | এইচএসসি বা সমমান, কম্পিউটার চালনায় দক্ষতা |
| ৩ | সার্টিফিকেট সহকারী | গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) | ০২ | এইচএসসি বা সমমান, কম্পিউটার টাইপিং দক্ষতা (বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ) |
📌 সাধারণ শর্তাবলী
- প্রার্থীকে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক হতে হবে।
- বয়সসীমা (২৯.১১.২০২৫ তারিখে): ১৮–৩২ বছর।
- সরকারি/আধা সরকারি চাকরিজীবীকে অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে।
- আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে — ডাকযোগে বা সরাসরি নয়।
- আবেদন ফি: ১১২ টাকা (অনগ্রসরদের জন্য ৫৬ টাকা)।
- অনলাইনে আবেদন শেষে ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
💳 ফি প্রদানের নিয়ম (SMS)
১ম SMS:
DCMBR <space> User ID → Send to 16222
উদাহরণ: DCMBR ABCDEF → 16222
২য় SMS:
DCMBR <space> YES <space> PIN → Send to 16222
উদাহরণ: DCMBR YES 12345678 → 16222
📁 মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে
- শিক্ষাগত সনদ/সার্টিফিকেট (মূল ও সত্যায়িত কপি)
- নাগরিকত্ব সনদ (মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে)
- পাসপোর্ট সাইজ ৩ কপি ছবি
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের অনুলিপি
- চারিত্রিক সনদ
- অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি
- অনাপত্তিপত্র (যদি চাকরিজীবী হন)
- কোটা সংক্রান্ত সনদ (যদি প্রযোজ্য হয়)
⚠️ গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য
- একাধিক পদের জন্য আবেদন করলে আবেদন বাতিল হবে।
- আবেদন ও ফি প্রদানের সময়সীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে।