ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট

November 4, 2025

Apply for this job

Job Description

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট
পূর্ব শাহী ঈদগাহ, টিটি গেইট, সিলেট

নিয়োগ বিজ্ঞপ্তি

১। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর নিম্নলিখিত পদ সমূহে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ নংপদের নামশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতামন্তব্য
০১কনসালট্যান্ট কার্ডিওলজিএমডি/এফসিপিএসবেতন/ভাতা হাসপাতালের বেতন কাঠামোর অনুরূপ। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে আলোচনাসাপেক্ষ।
০২কনসালট্যান্ট (রেডিওলজি এন্ড ইমেজিং)এমডি/এফসিপিএস
০৩মেডিকেল অফিসারবিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস ডিগ্রি
০৪অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসারবিবিএ/এমবিএ
০৫কাস্টমার কেয়ার অফিসারস্নাতকোত্তর

২। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ২৫ নভেম্বর ২০২৫ইং তারিখের মধ্যে সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পূর্ব শাহী ঈদগাহ সিলেট বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও নাগরিকত্বের সার্টিফিকেট/এন আই ডি কার্ড এর ফটোকপি/জন্ম নিবন্ধন এর কপি ও মোবাইল নাম্বার সহ কপি সরকারী ডাকযোগে অথবা সরাসরি কার্যালয়ে একটি খামে পিডিএফ করে মেইল করা যাবে (ই-মেইল: career.nhfhs@gmail.com)

৩। শুধুমাত্র বাছাই প্রার্থীদের/ছাঁটাই তালিকাভুক্ত আবেদনকারীদের সাথে সাক্ষাৎকারের জন্য মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে।


প্রকৌশলী শোয়েব আহমেদ মতি
সাধারণ সম্পাদক
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট

সুত্র: সিলেটের ডাক