পরিকল্পনা মন্ত্রণালয়

November 4, 2025

Apply for this job

Job Description

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিকল্পনা মন্ত্রণালয়
পরিকল্পনা বিভাগ
প্রশাসন-৩ শাখা
🌐 www.plandiv.gov.bd

স্মারক নং: ২০.০০.০০০০.৩০৪.১১.০১৭.২৪-৬৪৪
তারিখ: ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ / ১৫ অক্টোবর ২০২৫ খ্রি.


📢 নিয়োগ বিজ্ঞপ্তি

পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
👉 আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে — https://plandiv.teletalk.com.bd
সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।


💼 শূন্য পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা

ক্র. নংপদের নামগ্রেডবেতন স্কেল (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী)পদসংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর১৩১১,০০০–২৬,৫৯০/-১৩টিক) স্নাতক বা সমমানের ডিগ্রি
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
গ) সাঁটলিপিতে গতি: ইংরেজিতে ৭০ শব্দ/মিনিট, বাংলায় ৪৫ শব্দ/মিনিট
ঘ) মুদ্রাক্ষরে গতি: ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দ/মিনিট
ঙ) Word processing, e-mail ও fax পরিচালনায় দক্ষতা
কম্পিউটার অপারেটর১৩১১,০০০–২৬,৫৯০/-৪টিক) বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
খ) মুদ্রাক্ষরে গতি: বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট
গ) Standard Aptitude Test এ উত্তীর্ণ
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক১৬৯,৩০০–২২,৪৯০/-১৯টিক) এইচএসসি বা সমমান পাস
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
গ) মুদ্রাক্ষরে গতি: বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ/মিনিট
ঘ) Word processing, e-mail ও fax পরিচালনায় দক্ষতা
অফিস সহায়ক২০৮,২৫০–২০,০১০/-২৯টিএসএসসি বা সমমান পাস

📅 আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • বয়সসীমা: ০১/১০/২০২৫ তারিখে ১৮–৩২ বছর
    বিভাগীয় প্রার্থীদের জন্য (১ ও ৩ নং পদে) সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
  • আবেদন শুরুর তারিখ: ০৫ নভেম্বর ২০২৫ সকাল ৯:০০ টা
  • আবেদন শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা
  • ফি জমাদান সময়সীমা: আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে
  • পরীক্ষার ফি:
    • ক্র. ১–৩: ১১২/- টাকা (ফি ১০০ + সার্ভিস চার্জ ১২)
    • ক্র. ৪: ৫৬/- টাকা (ফি ৫০ + সার্ভিস চার্জ ৬)
    • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য ৫৬/- টাকা

🧾 চাকরিরত প্রার্থীদের জন্য নির্দেশনা

সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি সনদের (NOC) মূল কপি জমা দিতে হবে।


📱 SMS প্রেরণের নিয়ম (Teletalk Prepaid নম্বর হতে)

১ম SMS:
PLANDIV <space> UserID পাঠাতে হবে 16222 নম্বরে

উত্তরে ফিরতি বার্তায় একটি PIN পাওয়া যাবে।

২য় SMS:
PLANDIV <space> YES <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে