বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

November 5, 2025

Apply for this job

Job Description

📑 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদের নাম, পদ সংখ্যা ও বেতন স্কেলসহ নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নং-২৭.১২.০০০০.২২০.৪১.০০০০.২৪

তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিঃ

পল্লী বিদ্যুৎ সমিতি (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর তত্ত্বাবধানভুক্ত) কর্তৃক নিয়মিত প্রক্রিয়ায় উক্ত পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (কারিগরি/অর্থ/প্রশাসন-মানব সম্পদ) পদে লোকবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। তবে পবিসের পদসমূহে পূর্বে চুক্তির ভিত্তিতে কর্মরত সংশ্লিষ্ট শাখা, ক্যাটাগরি এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন কাঠামো উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ক্রমিক নংপদের নাম (কোড/কোটা)পদের সংখ্যাবয়স সীমাপ্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাপবিস বেতন কাঠামো এবং অন্যান্য সুবিধাদি যেমন
০১সহকারী জেনারেল ম্যানেজার (কারিগরি/বিতরণ/এনফোর্সমেন্ট)০২ (দুই) টি২৮/১১/২০২৪ খ্রি: তারিখে অনূর্ধ্ব ৩২ বছরa) B.Sc Degree in Electrical/ Electrical & Electronic Engineering/ Electrical Electronic & Communication Engineering/ Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Applied Physics/ Physics with minimum CGPA 3.00 out of 4.00. b) Candidates must have minimum GPA 3.50 out of 5.00 both in S.S.C & H.S.C or minimum CGPA 3.00 out of 4.00 in Diploma or equivalent examinations; c) Computer literacy is preferred.অত্র-সংস্থাকর্তৃক নির্ধারিত স্কেলে বেতন $৬১,৬০০/-$ (একষট্টি হাজার ছয়শত) টাকা, তৎসহ পবিস বিধি মোতাবেক প্রযোজ্য অন্য সকল সুবিধাদি প্রদান করা হবে। অত্র-প্রদত্তেয় মাসিক সমন্বিত বেতনসহ অন্যান্য সুবিধাদি হলো: ১ম বছর: $৬১,৬০০/-, ২য় বছর: $৬৪,৬০০/-, ৩য় বছর: $৬৭,৮০০/-, ৪র্থ বছর: $৭১,২০০/-, ৫ম বছর: $৭৪,৮০০/-$ (চৌয়াত্তর হাজার আটশত) টাকা বেতন স্কেল নির্ধারিত
০২সহকারী জেনারেল ম্যানেজার (হিসাব/অর্থ-রাজস্ব)০৬ (ছয়) টি২৮/১১/২০২৪ খ্রি: তারিখে অনূর্ধ্ব ৩২ বছরa) MBA with major in Accounting/ Finance/ MIS with minimum CGPA 3.00 out of 4.00 Or b) BBA (04 years course) Or CA (Certificate Level)/ CMA (Certificate Level) with Bachelor Degree in commerce background with minimum CGPA 3.00 out of 4.00. c) Candidates must have minimum GPA 3.50 out of 5.00 both in S.S.C & H.S.C or equivalent examinations; d) Computer literacy is preferred;অত্র-সংস্থাকর্তৃক নির্ধারিত স্কেলে বেতন $৬১,৬০০/-$ (একষট্টি হাজার ছয়শত) টাকা, তৎসহ পবিস বিধি মোতাবেক প্রযোজ্য অন্য সকল সুবিধাদি প্রদান করা হবে। অত্র-প্রদত্তেয় মাসিক সমন্বিত বেতনসহ অন্যান্য সুবিধাদি হলো: ১ম বছর: $৬১,৬০০/-, ২য় বছর: $৬৪,৬০০/-, ৩য় বছর: $৬৭,৮০০/-, ৪র্থ বছর: $৭১,২০০/-, ৫ম বছর: $৭৪,৮০০/-$ (চৌয়াত্তর হাজার আটশত) টাকা বেতন স্কেল নির্ধারিত
০৩সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন-মানব সেবা)০৪ (চার) টি২৮/১১/২০২৪ খ্রি: তারিখে অনূর্ধ্ব ৩২ বছরa) B.Sc Degree or Bachelor (Honours) Degree (4 years course) in Agricultural Engineering/ Electrical/ Electrical & Electronics Engineering/ Electrical, Electronic & Communication Engineering/ Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Applied Physics/ Physics with minimum CGPA 3.00 out of 4.00. b) Candidates must have minimum GPA 3.50 out of 5.00 both in S.S.C & H.S.C or minimum CGPA 3.00 out of 4.00 in Diploma or equivalent examinations; c) Computer literacy is pref1erred;অত্র-সংস্থাকর্তৃক নির্ধারিত স্কেলে বেতন $৬১,৬০০/-$ (একষট্টি হাজার ছয়শত) টাকা, তৎসহ পবিস বিধি মোতাবেক প্রযোজ্য অন্য সকল সুবিধাদি প্রদান করা হবে। অত্র-প্রদত্তেয় মাসিক সমন্বিত বেতনসহ অন্যান্য সুবিধাদি হলো: ১ম বছর: $৬১,৬০০/-, ২য় বছর: $৬৪,৬০০/-, ৩য় বছর: $৬৭,৮০০/-, ৪র্থ বছর: $৭১,২০০/-, ৫ম বছর: $৭৪,৮০০/-$ (চৌয়াত্তর হাজার আটশত) টাকা বেতন স্কেল নির্ধারিত

📌 আবেদন সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী

০৫। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ তারিখ ও সময়:

  • Online-এ আবেদনপত্র জমাদান শুরু তারিখ ও সময়: ০৬/১১/২০২৪ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা
  • Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/১১/২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা

০৬। উক্ত সময়সীমার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে (অর্থাৎ, ০১/১২/২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত) পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

০৭। ক্রমিক নং ০১, ০২ ও ০৩ এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ $৫৬/-$ (ছাপ্পান্ন) টাকাসহ (অফেরতযোগ্য) $৫৫৬/-$ (পাঁচশত ছাপ্পান্ন) টাকা Teletalk এর Prepaid নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।

০৮। ২৮/১১/২০২৪ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছরের কম বা ৩২ বছরের বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ২৮/১১/২০২৪ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।

০৯। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।

১০। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

১১। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

১২। প্রার্থীদের লিখিত (MCQ ও রচনামূলক) এবং কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

১৩। বাপবিবো কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন।

১৪। চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় আপিয়ার্ড প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।

১৫। Online-এ আবেদনের পদ্ধতি:

(ক) আগ্রহী প্রার্থীরা যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://brebhr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

(খ) Application Form পূরণের সময় প্রার্থীর অবশ্যই Mandatory লাল তারকা চিহ্নিত Fieldগুলো পূরণ করতে হবে।

(গ) Application Form এ Color Photo এবং Signature Upload এর জন্য নির্ধারিত ফিল্ডে প্রার্থীর স্বাক্ষর (৩০০ x ৮০ Pixel) এবং ছবি (৩০০ x ৩০০ Pixel) JPG ফরমেটে আপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ৬০ KB।

(ঘ) সঠিকভাবে Application Form পূরণসহ পত্র প্রাপ্তির Submit বাটন-এ ক্লিক করে ছবি/স্বাক্ষর আপলোড করে Application Form Submit করতে হবে।

(ঙ) যথাযথভাবে আবেদনপত্র Submit করার পর User ID ও Password ব্যবহার করে যেকোনো সময় (আবেদনের শেষ তারিখ ও সময়ের পর) Application Copy ডাউনলোড ও প্রিন্ট করে নিতে পারবেন।

১৬। টেলিটক Prepaid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী:

প্রথম SMS:

BREBHR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BREBHR 654321 SEND to 16222

দ্বিতীয় SMS:

BREBHR <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: BREBHR YES 12345214 SEND to 16222

১৭। প্রবেশপত্র (Admit Card) সংক্রান্ত তথ্যাবলী (প্রাপ্তি ও সময়সূচি) বাপবিবোর্ড এর ওয়েবসাইট এবং প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীর প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে http://brebhr.teletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

১৮। পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্র ও Admit Card (প্রবেশপত্র) সংক্রান্ত তথ্যাবলী (প্রাপ্তি ও সময়সূচি) বাপবিবো এর ওয়েবসাইট এবং প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।


[স্বাক্ষর]

মহাপরিচালক

পবিস মানব সম্পদ পরিদপ্তর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।