সিলেট উদয়ন স্কুল

November 5, 2025

Apply for this job

Job Description

📰 নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এসএসসি পর্যন্ত অনুমোদনপ্রাপ্ত EIIN-137833
সিলেট উদয়ন স্কুল, নয়াবাজার, আখালিয়া, সিলেট সদর, সিলেটের জন্য

নিম্নলিখিত পদসমূহে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে —

✳️ পদসমূহ:

  1. সহকারী প্রধান শিক্ষক (অভিজ্ঞতা: ৮ বছর)
  2. সহকারী শিক্ষক (বাংলা)
  3. সহকারী শিক্ষক (ইংরেজি)
  4. সহকারী শিক্ষক (রসায়ন)

এছাড়া, ১০ম শ্রেণির পাঠদানে সক্ষম গণিত বিষয়ে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

✳️ যোগ্যতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রিধারী।
  • অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

✳️ আবেদন প্রক্রিয়া:

বিস্তারিত প্রফাইলসহ ১০ দিনের মধ্যে বিদ্যালয়ের ই-মেইলে আবেদন পাঠাতে হবে।
এছাড়া প্রার্থীদের সকল সনদের সত্যায়িত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ
চেয়ারম্যান বরাবর দরখাস্ত জমা দিতে হবে।

সাক্ষাৎকারের সময় ও তারিখ বিদ্যালয়ে জানানো হবে।
প্রার্থীদেরকে ২৫-নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।


📞 যোগাযোগ: ০১৭১৮-৫৯৩৬৩১
📧 ই-মেইল: udyonschool@gmail.com
🌐 ওয়েবসাইট: https://www.sylhetudayanschool.edu.bd