Job Description
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট সেনানিবাস, সিলেট।
নিয়োগ বিজ্ঞপ্তি
- ক।
- প্রদর্শক (আইসিটি)
- কলেজ শাখা:
- পদ সংখ্যা-০১ টি।
- সহকারী শিক্ষক (আইসিটি)
- মাধ্যমিক শাখা:
- পদ সংখ্যা-০১ টি।
- খ।
- সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা:
- পদ সংখ্যা-০৩ জন।
- (বাংলা-০১, ইংরেজি-০১ ইসলাম ও নৈতিক শিক্ষা-০১
- গ।
- সহকারী শিক্ষক প্রাথমিক শাখা:
- পদ সংখ্যা-০৩ জন।
- ঘ।
- ইলেকট্রিশিয়ান-০১
১। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:
২। অধিক যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য। প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
৩। আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ০২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত
যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.sylhetcpsc.edu.bd এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করা যাবে। ৪। আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অনুকূলে ক্রমিক নম্বর ক, খ ও গ পদে ৫০০.০০ টাকা এবং ঘ পদে ২০০.০০ টাকা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, জালালাবাদ সেনানিবাস শাখা, হিসাব নম্বর ০০১১-০৩১০০৫৬৫২২ এর অনুকূলে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে জমা করতঃ জমাস্লীপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগামী ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শিক্ষক ও অন্যান্য পদসমূহের লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকায় এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। বিস্তারিত ও হালনাগাদ তথ্যের জন্য ভিজিট করুন www.sylhetcpsc.edu.bd।
পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ইনডেক্স নম্বর প্রকাশ করা হবে।