Job Description
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল
প্লট–১২, ব্লক–ই, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
নিয়োগ বিজ্ঞপ্তি
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল, সিলেট–এ নিম্নবর্ণিত বিভাগে উল্লিখিত পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হলোঃ
| ১ | মেডিকেল অফিসার | ডেন্টাল বহির্বিভাগ | ১টি | বিএমডিসি অনুমোদিত যেকোনো ডেন্টাল কলেজ থেকে বিএডিএস ডিগ্রিধারী ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| ২ | জেনারেল মার্কেটিং কর্মকর্তা | জেনারেল হাসপাতাল | ১টি | প্রার্থীগণ মার্কেটিং বিষয়ে হাসপাতাল বা যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। |
| ৩ | রিসেপশনিস্ট | ডেন্টাল বহির্বিভাগ | ১টি | প্রার্থীগণ মহিলা হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। |
শর্তসমূহ
আগ্রহী প্রার্থীদের আগামী ১০/১১/২০২৫ ইং তারিখের মধ্যে বিকেল ৫টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে আবেদনপত্র ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা, হালনাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশন (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি ছবি সংযুক্ত করে পূর্ণ জীবনবৃত্তান্ত দাখিল করতে হবে।
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হবে।
বিস্তারিত আবেদনপত্রে উল্লেখিত যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ নিয়োগের জন্য কোনো আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক
সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল
প্লট–১২, ব্লক–ই, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
ই-মেইল: scdentalcollege@gmail.com
source: shuvo protidin