Job Description
নিয়োগ বিজ্ঞপ্তি
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট
ক্র. নং
পদের নাম
পদ সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা
বেতন স্কেল/মাসিক বেতন
০১
প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (খন্ডকালীন)
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি;
অথবা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়সহ স্নাতক ডিগ্রি এবং ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
নির্ধারিত (২২০০০/-)
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষাজীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
০২
সহকারি শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (খন্ডকালীন)
০১
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
নির্ধারিত (১৬০০০/-)
নোট: খন্ডকালীন চাকুরীর মেয়াদ ০৬ মাস পূর্তির পর কর্ম দক্ষতা ও পেশাদারিত্বের মান সন্তোষজনক হলে গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে স্কেলভুক্তির সুযোগ রয়েছে। আবেদনের শর্ত সমূহ:
(ক) আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা প্রত্যেক পরীক্ষা পাশের সনদপত্র, নম্বর পত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুইকপি রঙিন ছবি এবং ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট’-এর অনুকূলে ক্রমিক ০১নং পদের জন্য ১০০০/- ও ক্রমিক ০২নং পদের জন্য ৮০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সহ আবেদন পত্র আগামী ১০/০৮/২০২৫ খ্রি: তারিখের মধ্যে (সকাল ১০.০০-দুপুর ২.০০ ঘটিকা, ছুটির দিন ব্যতিত) সরাসরি প্রতিষ্ঠান অফিসে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। (খ) প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ মোবাইল ফোনে জানানো হবে (গ) নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
সিডা-১০২৯
Website: www.bgpscsylhet.edu.bd
চেয়ারম্যান, গভর্নিং বডি
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট
