বাংলাদেশ সেনাবাহিনী

July 18, 2025

Apply for this job

Job Description

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন
৪২তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস-মহিলা
সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল
যোগ্যতাঃ
১৪ বয়স। ০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক মান (ন্যূনতম)।
(ক) উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
(খ) ওজন : ৪৬,০০ কেজি (১০০ পাউন্ড)।
(গ) বুকের মাপ স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)।
প্রসারণ- ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।

  • উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।
    ৩। শিক্ষাগত যোগ্যতা। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশীপ সম্পন্নকারী।
    ৪।
    বৈবাহিক অবস্থা। অবিবাহিতা/বিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা।
    ৫। জাতীয়তা। জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
    প্রার্থীর জন্য অযোগ্যতাঃ
    ৬। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
    যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
    প্রতিটি চোখের সৃষ্টিক্ষীণতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅন্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।
    ৯। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
    ১০। ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
    গ্রহণ করা হবে।
    অনলাইনে আবেদন করতে ভিজিট করুন https://join.army.mil.bd
    সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯ ই-মেইল: joinarmy.helpdesk@gmail.com
    আবেদন করার পদ্ধতিঃ
    ১১। ১৪ জুলাই ২০২৫ হতে ০২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত https://join.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW-তে ক্লিক করে 42 DSSC (AFNS)-4 APPLY করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে Trust Bank t-cash, VISA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
    নির্বাচন পদ্ধতিঃ
    ১২। লিখিত পরীক্ষা। পেশাগত বিষয়ের উপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ০৮ আগস্ট ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার এবং জাতীয় পরিচয় পত্রের মূলকপি (NID Card) সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৫ মাসের ১ম সপ্তাহে আমি ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
    ১৩। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৫ হতে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি, এইচএসসি, বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশীপ সনদপত্র) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আমি ওয়েবসাইট/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
    চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সিএমএইচ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
    ১৫। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাসদর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে। এএমসি সেন্টার এন্ড স্কুল এ সম্ভাব্য যোগদানের তারিখ ৩০ অক্টোবর ২০২৫
    প্রশিক্ষণ ও কমিশনঃ
    ১৬। প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে এএমসি সেন্টার এন্ড স্কুল, ঘাটাইলে যোগদান করবেন এবং ১০ (দশ) সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন।
    ১৭। কমিশন। সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে লেফটেন্যান্ট (এএফএনএস) পদবীতে কমিশন প্রাপ্ত হবেন।
    ১৮। এএফএনএস অফিসারগণ এএফএনএস এ্যাক্ট-১৯৫২, এফএনএস রুল-১৯৬৯, এআই ৩/৮৮ এবং পরবর্তী এতদসম্পর্কীয় সকল সংশোধনী মোতাবেক কমিশন প্রাপ্ত হবেন এবং চাকুরিতে নিয়োজিত থাকবেন।
    প্রান্ত সুযোগ সুবিধাঃ
    ১৯ বেতন-ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন।
    ২০। অন্যান্য সুযোগ সুবিধা।
    (ক) বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
    (খ) চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উল্লভমানের চিকিৎসা প্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাহিরে সুচিকিৎসার সুযোগ পাবেন।
    (গ) সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।
    বিশেষ নির্দেশনাঃ
    ২১। বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
    ২২। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে।
    আবেদনের শেষ তারিখ ০২ আগস্ট ২০২৫
    পরিচালক
    পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর এ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস
    Возмуче (их)
    2