Job Description

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যবস্থাপক (পরিচালন) এর দপ্তর বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ কসাবিকে Bangladesh Power Development Board বিউবো, নবীগঞ্জ, হবিগঞ্জ। মোবাইল: ০১৩১৩-০৯৬১২৪ স্মারক নং- ২৭.১১.৩৬৭৭.৪৬২.০১.০২৭.২৫-৫৬১ তারিখঃ ৩১.০৭.২০২৫খ্রি. শিক্ষক আবশ্যক এই মর্মে জানানো যাচ্ছে যে, সম্পূর্ণ অস্থায়ী “দৈনিক সম্মানী” ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিবিয়ানা বিউবো প্রাথমিক বিদ্যালয়, বিউবো, পারকুল, নবীগঞ্জ, হবিগঞ্জে নিম্নে বর্ণিত পদ সমূহে জনবল নিয়োজন করা হবেঃ- ক্রমিক নম্বর ০১। ০২। শর্তাবলীঃ- পদের নাম সহকারী শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক পদ সংখ্যা ০১ (এক) ০২ (দুই) মন্তব্য ১। এস.এস.সি ও এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জি.পি.এ-৫ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ২.৫০ থাকতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সি.জি.পি.এ-৪ স্কেলের ক্ষেত্রে ন্যূনতম ২.২৫ থাকতে হবে। ২। ৩১-০৭-২০২৫ইং তারিখ হতে বয়স সীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে, কোন প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না। ৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (NID না থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য) দাখিল করতে হবে। ৪। স্ব-হস্তে লিখিত আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সহ দুইকপি ছবি এর সঙ্গে সকল একাডেমিক কাগজপত্রের ফটোকপি সদস্য সচিব, বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ কসাবিকে, বিউবো, পারকুল, নবীগঞ্জ, হবিগঞ্জ ঠিকানায় ২১-০৮- ২০২৫ইং তারিখের মধ্যে জমাদান করতে হবে অথবা ই-মেইল নম্বরঃ mo.bibiyanas@bpdb.gov.bd বরাবর উল্লেখিত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। ৫। মৌখিক পরিক্ষার সময় দাখিলকৃত সকল কাগজের মূল কপি সঙ্গে আনতে হবে। ৬। খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং জীবন বৃত্তান্তের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। ৭। এই শিক্ষক নিয়োগক্রম বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বিদ্যুৎ/জন-৪০ (২) ০৩/০৮/২৫ ৬১/০৭/২০২৫ (নিরঞ্জন পাল) পরিচিতি নম্বরঃ ৭-০০২৩ প্রধান রসায়নবিদ বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেঃওঃ কসাবিকে বিউবো, নবীগঞ্জ, হবিগঞ্জ। ও সদস্য-সচিব নিয়োজন কমিটি। be/e0-15ig