Job Description
নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী বুরাইয়া কামিল মাদ্রাসা, ডাক: বুরাইয়া বাজার-৩১৩৪, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ এর জন্য নিম্নবর্ণিত পদসমূহে ০১ জন করে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ সকল সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এবং ১ম-শেষ এমপিও কপি) ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ১৪ আগস্ট ২০২৫ইং এর মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
ক্রমিক
পদের নাম
০১
মুহাদ্দিস (শূন্য পদ)
নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা সমূহ হতে কামিল ডিগ্রি অথবা ইসলামি বিশ্ববিদ্যালয় হতে আলকুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি; অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা ও চাকুরীতে প্রবেশের বয়সসীমা
বেতন স্কেল
ও গ্রেড
গ্রেড-৬ ৩৫৫০০-৬৭০১০/-
কামিল/ফাযিল মাদ্রাসায় ফিকহ/আদব/হাদিস/তাফসীর/আরবি বিষয়সমূহে প্রভাষক হিসেবে এমপিওভুক্ত পদে ০৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
০২
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। (সৃষ্ট পদ)
আলিম/এইচএসসি/সমমান। আরবি কম্পিউটার অপারেটিং-এ আবশ্যিকভাবে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। সমগ্র শিক্ষা জীবনে ১টি ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে।
অনূর্ধ্ব ৩৫ বৎসর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/-
০৩
নিরাপত্তা প্রহরী (শূন্য পদ)
জে.ডি.সি/জে.এস.সি/সমমান
অনূর্ধ্ব ৩৫ বৎসর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-
০৪
আয়া (সৃষ্ট পদ)
জে.ডি.সি/জে.এস.সি/সমমান
অনূর্ধ্ব ৩৫ বৎসর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
গ্রেড-২০ ৮২৫০-২০০১০/-
অধ্যক্ষ
০১৭১৭২৬৬৭১৫
সিডা-১০৩৭
